Sweep background

সুইপের সাংগঠনিক পটভূমি :

শিল্প ব্যবসা প্রশিক্ষণ, আনবে নারীর উন্নয়ন’ শিরোনামে সেলফ এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিজাইনার কে.জি.এম সবুজের সাংগঠনিক পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয় সেলফ উইম্যান এন্টারপ্রাইস এক্সটেনশন প্রজেক্ট-সুইপ। সুইপ একটি আত্ম কমসংস্থান মূলক নারী উদ্যোক্তা প্রকল্প সংগঠন। সেলফ এইড ফাউন্ডেশনের  নারী উদ্যোক্তা সম্প্রসারণ ও প্রশিক্ষণ সহায়ক প্রকল্প সংগঠন হিসাবে ৮ মাচ ১৯৯৩ইং সালে প্রতিষ্টিত হয়। চট্টগ্রাম সহ বাংলাদেশের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, করিগরী সহায়তা, উপকরণ প্রাপ্তি ও পণ্য বিপণনে সহয়ক সংগঠন।

       সুইপের কার্যক্রম :

সুইপ (SWEEP)-সেলফ উইম্যান এন্টারপ্রাইজ এক্সটেনশন প্রজেক্ট (Self Women Enterprize Extension Project): এই প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা ও শিল্প বিষয়ে সব রকম প্রশিক্ষণ ও ব্যবসা সম্প্রসারণের ব্যাপারে সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের কার্যক্রম দুটি ইউনিটে বিভক্ত । ক) প্রশিক্ষণ ইউনিট   খ) এন্টারপ্রাইজ ও বিপনণ ইউনিট।

ক) প্রশিক্ষণ ইউনিট : “শিল্প ব্যবসা প্রশিক্ষণ, আনবে নারীর উন্নয়ন” শিরোনামে এই ইউনিটের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা, শিল্প ও কারিগরী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পণ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি, পণ্যের মোড়কিকরণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়। ব্যবসায়ীক সফলতা অর্জনে তথ্য প্রযুক্তি বিষয়ে নিয়মিত ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সফল নারী উদ্যোক্তাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা করা হয়ে থাকে।

খ) এন্টারপ্রাইজ ও বিপনণ ইউনিট : “ব্যবসা যার যার, মুনাফা সবার” শিরোনামে এই ইউনিটের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এন্টারপ্রাইজ তৈরিতে পৃষ্ঠপোষকতা করা হয়। অতি-ক্ষুদ্র উদ্যোক্তা ও অনগ্রসর নতুন উদ্যোক্তাদের গ্রুপ ট্রেড-এর মাধ্যমে ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোক্তাদের প্রজেক্ট তৈরি, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ব্যাংক হিসাব  খোলার বিষয়ে এই ইউনিট প্রয়োজনীয় কারিগরী সহায়তা করে। স্বল্প অর্থ বিনিয়োগে সমন্বিত উদ্যোগে ব্যবসা পরিচালনা, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। যে সকল অতিক্ষুদ্র উদ্যোক্তারা দৈনিক ৫জন লোকের খাবার তৈরির সক্ষমতা ও উদ্যোগ প্রদর্শনে সক্ষম হবেন, এই প্রকল্প তাদের পৃষ্ঠপোষকতা করবে এবং তাদের খাবার বিপনণে সহায়তা করবে। তবে অবশ্যই উদ্যোক্তাদের সহনশীল, সহমর্মী ও স্বেচ্ছাসেবী মনোভাবাপন্ন সৌজন্যতার অধিকারী হতে হবে। সুইপ-এর সকল সদস্যগণ কারুসংঘের ব্র্যান্ড এ্যাম্বেসেডর হিসাবে সার্টিফাইড হবেন। সুইপ সদস্য’রা সংস্থার আত্ম-কর্মসংস্থান মূলক বাণিজ্যিক প্রকল্প “কারু সংঘ ব্র্যান্ড আউটলেটে” নিজেদের পণ্য স্ব স্ব প্রতিষ্ঠানের নামে এবং নিজের নির্ধারিত মূল্যে বাজারজাত করতে পারবেন। পণ্য বিপনন ট্যাগে সুইপ উদ্যোক্তা কথাটি লেখা থাকতে হবে। তবে অবশ্যই পণ্যের মান ও মূল্য চলতি বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ হতে হবে। “কারুসংঘ” ১০টি ট্রেডে সামাজিক ব্যবসা কার্যক্রম পরিচালনা করবে। সুইপ সদস্যরা সম্মিলিত সকল ট্রেডে নিজেদের সাপ্লাই লিংক ট্র্যাক করতে পারবেন।

                                      সংগঠনের নাম :

বাংলায় : সেলফ উইম্যান এন্টারপ্রাইজ এক্সটেনশন প্রজেক্ট-সুইপ। ইংরেজিতে : Self Women Enterprize Extension Project (SWEEP)

সংক্ষেপে সংগঠনের নাম লেখা হবে :সইপ/ SWEEP.

                                এডমিন অফিস প্রজেক্ট হেডকোয়াটার

এডমিন অফিস : ১২৪, কাজীর দেউরী সিডিএ মর্কেট, ৩য় তলা, এস.এস খালেদ রোড, চট্টগ্রাম-৪০০০। প্রচেক্ট হেডকোয়াটার : বাসা নাম্বার ৩ (৩য় তলা), রোড নং-১৬, সেক্টর-১১, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

 

                                সংগঠনের প্রকৃতি :

সিআরবি একটি অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন (ভলান্টারি মুভমেন্ট)। এই সংগঠনটি সেলফ এইড ফাউন্ডেশনের ভোক্তা অধিকার সচেতনতা ও গবেষণা প্রকল্প হিসাবে প্রতিষ্ঠিত হলেও এটি একটি স্বতন্ত্র সাংগঠনিক কাঠামো গঠনতন্ত্র এবং কমিটি কর্তৃক পরিচালিত।

                                    প্রকল্পের প্রতিপাদ্য :

    শিল্প ব্যবসা প্রশিক্ষণ, আনবে নারীর উন্নয়ন’’। প্রধানপ্রতিপাদ্য : “সইপের অঙ্গীকার, সবার জন্য ঘরের খাবার”।

 

                                সংগঠন ও কর্মসূচীর পরিধি :

সমগ্র বাংলাদেশ এই সংগঠনের কর্মসূচীর আওতাভুক্ত হবে। প্রয়োজনে দেশের বাহিরেও কর্মসূচী বাস্তবায়ন করতে পারবে। তবে এই জন্য

ফাউন্ডেশন ও সংগঠনের সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।

লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ :

ক্রেতার স্বার্থ সূরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ভোক্তা অধিকার সমূহ প্রতিষ্ঠাই এই সংগঠনের লক্ষ্য। জাতিসংঘের ভোক্তা অধিকার স্বীকৃতির ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের আলোকে দেশে ভোক্তা অধিকার আইন প্রনয়নে সরকারের কাছে প্রস্তাবনা পেশ করা।সময়ের চাহিদা অনুযায়ী যুগ উপযোগী কমসূচী গ্রহণ করা। ভোক্তা অধিকার সুরক্ষায় জন-সচেতনতা সৃষ্টি ও জনমত গঠনের লক্ষ্য নিয়ে কাউন্সিল অব কনজিউমার রইটস বাংলাদেশ- সিআরবি প্রতিষ্ঠা লাভ করে।

যোগাযোগ প্রক্রিয়া :

মোবাইল : মহাসচিব: ৮৮ ০১৯১৮-৬১২০৯০,  অফিস: ০১৫১১-৬১২০৯০, হটলাইন: ০৯৬৩৮ ৬৩৬৩১৬,   ই-মেইল: [email protected], ফেসবুক পেইজ: https://www.facebook.com/sweepbd, ওয়েব সাইট : www.sweep.selfaidfoundation.org